নিবন্ধনের পথে দুই রাজনৈতিক দল, আরও ১২ দলের যাচাই-বাছাই চলবে: ইসি

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা ১৪৩টি রাজনৈতিক দলের মধ্যে দুইটি দল এখন পর্যন্ত সব শর্ত পূরণ করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এসব দলের বিষয়ে শীঘ্রই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
তবে ১২টি দলের বিষয়ে এখনও অধিকতর যাচাই-বাছাই চলমান। অন্যদিকে ৭টি দলের আবেদন স্থগিত বা নামঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করল সরকার
ইসি সচিব বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। এনসিপি প্রতীকের বিষয়ে তাদের নিকট একটি চিঠি প্রদান করা হবে। নিবন্ধনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, তিনটি রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। এই দলগুলো হলো— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধনের বিষয়ে আদালতের রায় ইতোমধ্যেই রয়েছে।
আরও পড়ুন: সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে পদক পাচ্ছেন ৬ পুলিশ কর্মকর্তা
অধিকতর যাচাই-বাছাইয়ের আওতায় থাকা ৯টি দল হলো—
* আমজনতার দল
* বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)
* বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
* বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
* ভাসানী জনশক্তি পার্টি
* বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ
* জনতার দল
* মৌলিক বাংলা
* জনতা পার্টি বাংলাদেশ
মাঠপর্যায়ে তদন্ত করা ২২টি দলের মধ্যে ৭টি দলকে নামঞ্জুর করা হয়েছে। এই দলগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদনকারী অন্যান্য দলেরও চূড়ান্ত যোগ্যতা নির্ধারণ করা হবে।