ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অন্তর্বর্তী সরকার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৩ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে দেশি-বিদেশি ষড়যন্ত্রে এই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব এ কথা জানান।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশ ছেড়ে গেছেন, তারাই বিদেশ থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

শফিকুল আলমের ভাষ্য, পতিত স্বৈরাচার, তাদের দোসর ও আন্তর্জাতিক মিত্ররা এক হয়ে আগামী নির্বাচনের পথ বন্ধ করার কৌশল নিয়েছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। তবে সরকার বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে।

প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা