বিমানবন্দরে এনসিপি কর্মীদের দুর্ব্যবহার: সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা দলের সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। তবে তখন আখতার হোসেন ও তাসনিম জারা সেখানে পৌঁছাননি।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
এনসিপির পক্ষ থেকে পরবর্তী এক বিবৃতিতে ঘটনাটিকে “দুঃখজনক ও নিন্দনীয়” বলে উল্লেখ করা হয়। দলীয়ভাবে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে যান। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি ঢাকায় ফেরেন। তাঁর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা এবং এনসিপি নেতারাও দেশে ফেরেন।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, হুমায়ূন কবির গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় উচ্চস্বরে স্লোগান শুরু হলে সাংবাদিকদের বক্তব্য শোনায় সমস্যা হয়। সাংবাদিকদের অনুরোধ উপেক্ষা করে কয়েকজন কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ ঘটনার পর সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ সাংবাদিকেরা সম্মেলন বর্জন করে চলে যাচ্ছেন। এনসিপির কিছু নেতা অনুরোধ করলেও তারা আর ফিরে আসেননি।