সাবের চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের গুঞ্জন, পররাষ্ট্র উপদেষ্টা বললেন যা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, রাষ্ট্রদূতরা কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে যে কারও বাসায় যেতে পারেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

তৌহিদ হোসেন বলেন, “তারা তো আসলে একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে নিশ্চয়ই তাকে কাস্টডিতে রাখা হতো। সেটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে যে কারও বাসায় যেতে পারেন।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সেই তিন দেশের রাষ্ট্রদূতদের কাছে কোনো অভিযোগ বা ব্যাখ্যা চাওয়া হয়নি।

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উল্লেখ্য, গত সোমবার (৬ অক্টোবর) নর্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূতরা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বলে গুঞ্জন ওঠে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার ওই দিন বিকেলে সাবের হোসেনের গুলশানের বাসায় যান এবং সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।

এই তিন দেশ—নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক—স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলভুক্ত, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার ইস্যুতে অংশীদার হিসেবে কাজ করছে।