ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক শহীদুল আলমকে কেটসিয়ত কারাগারে নেওয়া হয়েছে

গাজাগামী ত্রাণ বহর ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমসহ ডজনখানেক আন্তর্জাতিক কর্মীকে ইসরায়েলের নেগেভ মরুভূমির কেটসিয়ত কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো এজেন্সি ও মিডিয়া প্রতিষ্ঠান দৃক। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শহীদুল আলমও ওই ফ্লোটিলার অংশ ছিলেন।
আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ ও ‘আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মিনরিটি রাইটস ইন ইসরায়েল’-এর সূত্রে প্রাপ্ত তথ্যে দৃক জানায়, জাহাজের সকল সাংবাদিক, চিকিৎসাকর্মী, মানবাধিকার কর্মী ও ক্রু সদস্যদের জোরপূর্বক ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়ার পর কেটসিয়ত কারাগারে পাঠানো হয়েছে।
দৃকের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা আদালাহ’র আইনজীবীদের জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী কর্তৃক জাহাজ জব্দের পর থেকে তারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন।
আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে,ফিলিস্তিনিরা প্রতিদিন এর চেয়েও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হন।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি কেটসিয়ত কারাগারে বন্দি আছেন।
দৃক তাদের বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলায় আটক সকল কর্মীর নিঃশর্ত মুক্তি এবং ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছে।
বিবৃতির শেষে বলা হয়েছে,ফিলিস্তিন একদিন মুক্ত হবেই। বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।