আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় আজ ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫।

এবারের প্রতিযোগিতায় তিনটি বাহিনীর ১৫৬ জন প্রতিযোগী ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি), এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ক্রীড়া মনোভাব বৃদ্ধি করা এবং জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্স প্রতিযোগীদের দক্ষতা বৃদ্ধি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, ক্রীড়াবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা ১৬ অক্টোবর ২০২৫ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস