বাংলাদেশে পরমাণু চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা নিয়ে বাপশকে সেমিনার অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) উদ্যোগে ‘Advances in Nuclear Medicine in Bangladesh: A Journey of More than Four Decades’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিকেল দুইটায় কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে দেশের বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান।

আরও পড়ুন: ‘জুলাই সনদ’ রাজনৈতিক ঐক্যের ঐতিহাসিক মাইলফলক: ইইউ রাষ্ট্রদূত

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) ড. দেবাশীষ পাল।

চেয়ারম্যান ড. মজিবুর রহমান সফল সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কমিশনের কার্যক্রম সম্প্রসারণে উন্নয়ন প্রকল্প, জনবল বৃদ্ধি, হাই-পাওয়ার রিসার্চ রিএক্টর স্থাপন এবং তেজস্ক্রিয় কাঁচামাল আমদানির জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের সহায়তা অপরিহার্য।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনশন, কালো পতাকা মিছিল আজ

প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন ক্যান্সার রোগের ক্রমবর্ধমান বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বলেন, “পরমাণু চিকিৎসা সেবার পরিধি বাড়াতে কমিশনকে আরও সক্রিয় হতে হবে।” তিনি মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করে কমিশনকে সীমাবদ্ধতা দূরীকরণে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান।

সেমিনারে চারটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেখানে বাংলাদেশে পরমাণু চিকিৎসার ইতিহাস, রেডিওআইসোটোপের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সবশেষে বিশেষজ্ঞ প্যানেলিস্টদের অংশগ্রহণে প্রাণবন্ত মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।