জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করলে তা কোনো দল বা শক্তির জন্যই হিতে বিপরীত হবে। ক্ষমতার লোভে জাতীয় ঐক্য ভাঙার চেষ্টা করলে তারা সরকার ও সংসদ টিকিয়ে রাখতে পারবে না, জনগণের আস্থাও হারাবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে ‘সমসাময়িক রাজনৈতিক বিষয়’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা প্রথম থেকেই বলেছি, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠান কেবলই আনুষ্ঠানিকতা। ইতিহাসে ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পরও জনগণের সঙ্গে প্রতারণা হয়েছিল। সেই পুনরাবৃত্তি আমরা হতে দেব না।”
তিনি আরও বলেন, “শাপলা প্রতীক না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। কোনো ব্যাখ্যা ছাড়াই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে মনে হচ্ছে কমিশন স্বাধীন নয়, অন্য কোনো শক্তির প্রভাবে চলছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে তাই জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে।”
আরও পড়ুন: এনটিএমসি বিলুপ্ত, টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধনী পাশ
নাহিদ ইসলাম জানান, তাদের দল নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত, তবে প্রতীকের বিষয়ে আইনগত ব্যাখ্যা চাই। “যদি রাজনৈতিকভাবে বাধা দেওয়ার কোনো ষড়যন্ত্র হয়, তবে রাজপথই আমাদের একমাত্র জায়গা হবে। তবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোতে চাই,” বলেন তিনি।
জোট গঠন প্রসঙ্গে নাহিদ বলেন, “আমরা এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। তবে যদি যাই, তা নীতিগত অবস্থান থেকে হবে। জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে কারা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে, সেটাই হবে আমাদের মাপকাঠি।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। অনিশ্চয়তা তৈরি হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে। ফ্যাসিবাদী পতিত শক্তিগুলো নানা ষড়যন্ত্র করছে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”





