একই সঙ্গে ওয়াসার এমডি, ডিএসসিসির মেয়র অতিরিক্ত সচিব শাজাহানকে অন্যত্র বদলি
 
                                        ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একসঙ্গে দুটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান
প্রজ্ঞাপনে বলা হয়, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
উল্লেখ্য, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর প্রায় দুই মাস পর, ১৮ মে, তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: দাবি না মানলে শনিবার থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রান্তিক খামারিদের
তার এই দুই দায়িত্ব পালনকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে সমালোচনা ও প্রশ্ন উঠেছিল। অবশেষে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তাকে ওয়াসা ও সিটি করপোরেশন—উভয় দায়িত্ব থেকেই সরিয়ে নতুন মন্ত্রণালয়ে বদলি করা হলো।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    