ভাটারা শ্মশান ঘাটে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের নিজস্ব অর্থায়নে পানি সরবরাহ

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ডঃ এম এ কাইয়ুম নিজস্ব অর্থায়নে ভাটারা শ্মশান ঘাটে পানি সরবরাহের ব্যবস্থা করে দেন।

উপলক্ষে ভাটারা শ্মশান ঘাট এলাকায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির প্রার্থী ডঃ এম এ কাইয়ুম প্রধান অতিথি হিসেবে পানি সরবরাহের উদ্বোধন করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেবো: ফখরুল ইসলাম আলমগীর

শ্মশান ঘাট ভাটারা এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানি উত্তোলন নিয়ে হিন্দু সম্প্রদায় সমস্যায় ভুগছিল। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশী।"