বাংলাদেশ–পাকিস্তান পুলিশ একাডেমির সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৬ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সোমবার বিকালে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠকে দু’দেশের পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অপরাধী হস্তান্তর, সেফ সিটি প্রকল্প, ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। তিনি জানান, গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পাকিস্তান সফর করেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করেছে। পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন ও সেফ সিটি ব্যবস্থাপনা বাংলাদেশে বাস্তবায়নের সম্ভাবনাও আলোচনা হয়।

উপদেষ্টা জানান, দু’দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (MoU) বা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, অপরাধী হস্তান্তর বিষয়ে বিদ্যমান লিগ্যাল ইনস্ট্রুমেন্ট না থাকায় এ বিষয়ে নতুন করে চুক্তি স্বাক্ষরেরও পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: কমছে মোবাইল ফোনের দাম, যা জানালো এনবিআর

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৈঠকে বলেন, বাংলাদেশ পুলিশের জন্য সাঁজোয়া নিরাপত্তা যান, ড্রোন এবং কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে পাকিস্তান সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মোঃ মাহবুবুর রহমান এবং পাকিস্তান দূতাবাসের কাউন্সেলর কামরান দাঙ্গালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।