জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এক দিন আগেই দিল্লি পৌঁছেছেন
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এ অংশ নিতে বুধবার দিল্লিতে যাওয়ার কথা ছিল। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিনি পরিকল্পনার এক দিন আগেই মঙ্গলবারই ভারতের রাজধানীতে পৌঁছেছেন।
খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা
আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন। সেখানে অংশগ্রহণের পর বিকেলেই তিনি দিল্লি ত্যাগ করবেন বলে জানা গেছে।
এদিকে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক অবস্থায় ভারতের রাজধানী দিল্লিতে থাকা হাসিনাকে বাংলাদেশকে হস্তান্তর করার জন্য ভারতকে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ভারত রায়ের বিষয়ে ‘নজরে এসেছে’ জানালেও প্রত্যর্পণের বিষয়ে কোনও স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
এমন এক সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছালেন, এবং সেখানে ভারতের সঙ্গে শেখ হাসিনার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না তা নিয়ে জল্পনা চলছে।





