ভূমিকম্পের সময় খলিফা ওমর বিন আব্দুল আজিজের তিনটি উপদেশ
দেশের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল শুক্রবার দুপুরে। এযাবৎকালে মানুষ এরকম ভূমিকম্প দেখেনি। ভয়ে আতঙ্কিত, কর্তব্যবিমূঢ় মানুষ এসময় শুধু মহান আল্লাহর নাম উচ্চস্বরে স্মরণ করছিল। তবে ইসলামের ইতিহাসে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে প্রশাসকদের প্রতি খলিফা ওমর বিন আব্দুল আজিজের উপদেশটি খুবই প্রচলিত।
তোমার নামাজে খুতবায় ভাটারা ডেলিভারি উম্মাহাতুল মুমিনিন মসজিদের খতিব এটি তুলে ধরেছেন। ভূমিকম্পের সময় খলিফা ওমর বিন আব্দুল আজিজের উপদেশ ছিল, গভর্নরদের মাধ্যমে জনগণের জন্য দান এবং সাদকা (দান) করতে উৎসাহিত করা এবং সমাজে বিদ্যমান অন্যায়-অবিচার দূর করা। তিনি মনে করতেন, এসব কর্মকাণ্ড মানুষকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারে।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দান ও সাদকা: যখন ভূমিকম্প হতো, তিনি তার গভর্নরদের চিঠি দিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ দান করতে নির্দেশ দিতেন, যেন এই সম্পদ অভাবী ও দরিদ্রদের মাঝে বিতরণ করা যায়।
অবিচার দূর করা: তিনি তার গভর্নরদের নির্দেশ দিতেন যেন তারা জনগণের ওপর কোনো প্রকার জুলুম বা অত্যাচার না করে। তিনি সবাইকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বলতেন।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা: তিনি মনে করতেন, ভূমিকম্প একটি সতর্কবার্তা। তাই তিনি সবাইকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তওবা করার মাধ্যমে নিজের আচরণ সংশোধন করার উপদেশ দিতেন।





