ভূমিকম্পে নিহত–আহতদের জন্য ঢাকায় আর্থিক সহায়তা ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভূমিকম্পে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী অথবা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণহানি ও আহত সকলের ক্ষেত্রে এই সহায়তা প্রযোজ্য হবে।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিমশুক্রবার রাতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভূমিকম্পে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

এ সহায়তা শুধুমাত্র ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে ভূমিকম্পজনিত দুর্ঘটনায় মারা গেছেন এমন ব্যক্তিদের পরিবারের জন্য প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমিকম্পে আহত ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা প্রদান করা হবে।

আহতদের ক্ষেত্রে চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজনীয় কাগজপত্র ও সুপারিশ বিবেচনা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাহায্য প্রত্যাশী রোগী অথবা নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে—হাসপাতালে রোগীর তত্ত্বাবধায়ক / এটেনডেন্ট / নিকটাত্মীয় নিচের নম্বরে যোগাযোগ করতে পারবেন: জেলা প্রশাসনের কন্ট্রোল রুম: +৮৮০১৭০০৭১৬৬৭৮। এ সহায়তা প্রযোজ্য হবে সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে— যারা ঢাকায় বসবাস করেন, অথবা ঢাকায় এসে ভূমিকম্পজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন এবং বর্তমানে ঢাকাতেই চিকিৎসাধীন আছেন।

ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, মানবিক সহায়তার অংশ হিসেবে এই আর্থিক অনুদান দ্রুততম সময়ে প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।