ধর্ম থেকে রাজনীতি আলাদা করলে চেঙ্গিস খানের বর্বরতা ফিরে আসবে: ধর্ম উপদেষ্টা
ধর্মীয় মূল্যবোধ ছাড়া রাষ্ট্র ও সমাজ কখনোই টিকে থাকতে পারে না উল্লেখ করে ধর্ম থেকে রাজনীতি বিচ্ছিন্ন হলে ‘চেঙ্গিস খানের বর্বরতা’ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখা আয়োজিত ইমাম-খতিব সম্মেলন–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
ধর্ম উপদেষ্টা বলেন, “আমরা রাজনীতিকে সমাজ ব্যবস্থাপনায় যুক্ত করতে চাই। রাজনীতি, সমাজ এবং কূটনীতিসহ রাষ্ট্রের সব স্তরে ধর্মীয় আবেগ ও মূল্যবোধ জাগ্রত থাকতে হবে। ধর্ম বাদ দিলে সমাজ যেকোনো সময় বিপদের মুখে পড়তে পারে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র বা রাজতন্ত্র—যে ব্যবস্থাই হোক, যদি রাজনীতি ও সমাজব্যবস্থা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে।”
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইমাম–মুয়াজ্জিনদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি জাতীয় পে-স্কেলের আওতায় তাদের সম্মানজনক বেতন ও উৎসব ভাতা প্রদানের আহ্বান জানান।
সম্মেলনে আরও বক্তব্য দেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান।





