‘দেশে ফিরতে চাইলে তারেক রহমান এক দিনের মধ্যেই ট্রাভেল পাস পাবেন’
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন তা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জানা নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে না। পররাষ্ট্র উপদেষ্টা দেশের বদলে যাওয়া পরিস্থিতি অনুযায়ী প্রতিবেশী দেশ ভারতও নিজ অবস্থান সামঞ্জস্য করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন।
আরও পড়ুন: অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করল সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করছেন, কিন্তু দিল্লি থেকে আনুষ্ঠানিক তথ্য এখনও আসেনি। দুই দেশের মধ্যে তাকে ফেরত আনার কোনো আনুষ্ঠানিক আলোচনা এখনো হয়নি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না, যদিও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত দেশে ফেরত আনার প্রত্যাশা রয়েছে।
আরও পড়ুন: এলজিইডির প্রধান হলেন বেলাল হোসেন





