বিদেশে শ্রমশক্তি রপ্তানির বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই দালালরা কীভাবে মানুষকে প্রতারণা করে, তা গ্রামেগঞ্জে গেলে সহজেই বোঝা যায়।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার প্রসঙ্গে একটি শব্দ বারবার সামনে আসে—দালাল। এই বাস্তবতা থেকে বের হওয়ার কোনো সহজ পথ নেই। মানুষ স্বপ্ন দেখে ছেলে বা স্বামীকে বিদেশে পাঠানোর। সেই স্বপ্ন বাস্তবায়নে কেউ নিজের সঞ্চয় ভাঙে, কেউ ধার নেয়, কেউ ব্যাংক ঋণ করে। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই প্রতারণার শিকার হয়।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করছি, তা অনেকটাই উপরের স্তরে সীমাবদ্ধ। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সমস্যার গভীরে পৌঁছানো যাচ্ছে না। বিষয়টি আরও কঠিন ও জটিল। এর সমাধানে যে মাত্রার প্রচেষ্টা প্রয়োজন, তা এখনও পুরোপুরি করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সমস্যার সঙ্গে তার পরিচয় সরকারে আসার বহু আগ থেকেই। এটি দীর্ঘদিনের একটি কাঠামোগত সংকট।

বাংলাদেশের জনশক্তির সম্ভাবনার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, বিশ্বজুড়ে এখন তারুণ্যের ঘাটতি রয়েছে, আর বাংলাদেশ তারুণ্যের খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান। এত বিপুল তরুণ শ্রমশক্তি পৃথিবীর আর কোথাও নেই। তাই বিশ্বকে একসময় আমাদের দিকেই তাকাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও সংস্কার কার্যক্রম তুলে ধরেন।