হাদির কাঁধে থাকা শিশুটি তার সন্তান নয়, জানালেন সংগঠকরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৩ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ছবিতে দেখা যায়, শহীদ শরিফ ওসমান হাদির কাঁধে বসে আছে এক ছোট্ট শিশু। ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেন, শিশুটি হাদির সন্তান। তবে অনুসন্ধানে জানা গেছে, এ দাবি সঠিক নয়।

জানা গেছে, শিশুটির নাম ওমায়েত। সে তার বাবা–মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। ওমায়েতের বাবা নিয়মিতভাবেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সঙ্গে দেখা করতে যেতেন। একদিন শিশুটিকে আদর করে কাঁধে বসিয়ে ছবি তোলেন হাদি। সেই ছবিটিই তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভুলভাবে তাকে হাদির সন্তান হিসেবে পরিচয় করানো হয়।

আরও পড়ুন: এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি

বিষয়টি নিশ্চিত করে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজি বলেন, “ছবিতে থাকা শিশুটি শহীদ হাদির সন্তান নয়। সে তার বাবার সঙ্গেই বসবাস করে এবং নিয়মিত হাদি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসত।”

তিনি আরও জানান, শিশুটি হাদির জানাজায়ও বাবার সঙ্গে অংশ নিয়েছে। “আমার কোলে থাকা ছোট্ট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয়। সেদিন হাদি ভাই আদর করে ওকে কাঁধে তুলেছিলেন। অনেকেই আবেগে ভুল ধারণা করেছেন,”—বলেন ইস্রাফিল ফারাজি।

আরও পড়ুন: শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

শিশুটির বাবা সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তার সন্তান যেন শহীদ হাদির আদর্শ ও সংগ্রামী চেতনায় বড় হয়ে ওঠে। সংগঠকদের ভাষ্য, এই শিশুই ভবিষ্যতে হাদির মতো সাহসী ও মানবিক নেতৃত্বে পরিণত হবে—এমন প্রত্যাশাই সবার।

এদিকে শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের নিকট শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। দুপুর ২টা ৩৩ মিনিটে শুরু হওয়া জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হলে পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন।