দেশের বিভিন্ন স্থানে আজ থেকে রোজা শুরু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৪ | আপডেট: ৬:২৬ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে আজ সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দেশটির সঙ্গে মিল রেখে পটুয়াখালী, চাঁদপুর, নোয়াখালী, ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলে আজ রোজা শুরুর সংবাদ পাওয়া গেছে।

রোববার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন এসব এলাকার মুসলমানরা। ডিবিসি নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২৫ গ্রামে সোমবার (১১ মার্চ) পবিত্র সিয়াম সাধনার মাস রমাদানের রোজ শুরু করেছেন। রবিবার (১০ মার্চ) রাতে রোজা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বদরপুর দরবারের খাদেম নাজমুস শাহাদাত।

আরও পড়ুন: মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষার্থী জারিফের মৃত্যু, নিহত বেড়ে ৩৪

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর গ্রামে আজ থেকে রোজা রাখা শুরু হয়েছে।

দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, ‘১৯৪০ সাল থেকে বদরপুর দরবারসহ জেলার ২৫ গ্রামবাসী এক চাঁদ দেখে আরবির এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী রোজা রেখে আসছেন। এর আলোকে সোমবার রোজা শুরু হচ্ছে। 

আরও পড়ুন: হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে' প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫'

চাঁদপুর জেলায় খোঁজ নিয়ে জানা যায়, এ জেলার একাধিক গ্রামের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করেছেন। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চারটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন। প্রায় ১০০ বছর ধরে বাংলাদেশের একদিন আগেই তারাবির নামাজ পড়ে রোজা শুরু করেন তারা। এ বছরও এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র রোজা পালন করবেন। ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের অনেকেই আজ থেকে রোজা শুরু করেছেন।