জবিতে প্রাইম ব্যাংকের ক্যারিয়ার ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেমিনার

Any Akter
জবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ২৬ জুন ২০২৫ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রাইম ব্যাংক পিএলসি’র উদ্যোগে ক্যারিয়ার ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ থিমের অধীনে ‘এনগেইজিং এন্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের যৌথ আয়োজক হিসেবে ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনর ১২১৮ নং কক্ষে এই সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ১শত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং ব্যবস্থার সার্বিক বিষয়ে একটি প্রাথমিক ধারণা লাভ করেন।

আরও পড়ুন: অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় ২০২৫ স্বাগতম ২০২৬, নতুন বছরে পুনর্জাগরণের অঙ্গীকার


উক্ত সেমিনারটি পরিচালনা করেন প্রাইম ব্যাংক পিএলসি'র ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রাধান এম এম মাহবুব হাসান। সেমিনারে তিনি ব্যাংকিং কার্যক্রমে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার সুবিধা ও গুরুত্ব এবং দেশের আর্থিক খাতে প্রাইম ব্যাংকের অবদান সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেন। শিক্ষার্থীদের আর্থিক জ্ঞানের উপর গুরুত্বারোপ ও তাদের ভবিষ্যত গঠনে সেভিংসের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। এছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রায় ৪ কোটি ৬০ লাখ ইয়ুথদের অবস্থান ও অবদান, তাদের আর্থিক জ্ঞানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপসহ ইয়ুথদের স্কিল ডেভেলপমেন্টের উপর অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা জারিপ্রাপ্ত আসামী বরুড়ার আবুল হাসেম এখনো ধরা ছোঁয়ার বাহিরে


এসময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের জন্য প্রাইম ব্যাংকের পূর্ণাঙ্গ সেবা ‘প্রাইমএকাডেমিয়া’র বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠন বিষয়ক বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে নিজের দীর্ঘ কর্ম অভিজ্ঞতার আলোকে পরামর্শমূলক উত্তর দেন। 


অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।