খালেদা জিয়ার স্বাস্থ্য ক্রমেই খারাপের দিকে যাচ্ছে : আমীর খসরু

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১২:৩০ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৩
সংগৃহীত
সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, সরকার খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। তাকে দেশের বাহিরের চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তার অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রকল্প হিসেবে খালেদা জিয়া, আমান উল্লাহ আমানসহ হাজার হাজার নেতাকর্মীরা জেলে আছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আমেরিকায় বসে বলছেন, আমেরিকায় না গেলে কী হবে। সব দেশের সরকারপ্রধানরা বক্তব্য দিয়ে বাড়ি চলে গেছেন, উনি (শেখ হাসিনা) ওখানে বসে কী করছেন?

আমীর খসরু বলেন, উনার (শেখ হাসিনা) মন্ত্রীরা ও সরকারি কর্তারা বলছেন, আমেরিকা না গেলে কী হবে। আপনাদের আমেরিকা যাওয়া নিয়ে চিন্তা নয়, দেশের ১৮ কোটি মানুষের জন্য চিন্তার বিষয়। তিনি বলেন, ইউরোপের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি ব্যবসা হয়। গার্মেন্টসের বড় রপ্তানি হয় আমেরিকায়। একজন গার্মেন্টস কর্মীর তো চাকরি চলে যাবে। এর সঙ্গে অর্থনৈতিক ও মানবিক সম্পর্ক। আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে বিভাজন নয়, ঐক্য প্রয়োজন: আমীর খসরু