বিএনপির নামে ভুঁইফোড় সংগঠন নিয়ে সতর্কীকরণ নোটিশ

নামে-বেনামে অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি সংগঠন ও পদ-পদবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
শনিবার (৫ জুলাই) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে বলা হয়, ‘বিএনপি ও তৎ অধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত অন্য কোনো সংগঠন অনুমোদিত নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপির অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো হলো— বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল, মৎস্যজীবী দল, তাঁতীদল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি
নোটিশে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন জেলায় ‘জাতীয়তাবাদী’ নাম ব্যবহার করে সংগঠনের নাম ঘোষণা, পোস্টার, ব্যানার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসহ বিভিন্ন কর্মকাণ্ড দেখা যাচ্ছে, যা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ‘এই ধরনের নাম সর্বস্ব ভুঁইফোড় সংগঠন সম্পূর্ণ অ-অনুমোদিত ও অবৈধ। এসব সংগঠনের কোনো কর্ম বা কার্যক্রমের দায়ভার বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেবে না।’
এ ধরনের কর্মকাণ্ড চোখে পড়লে সংশ্লিষ্ট জেলা বিএনপিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সতর্কীকরণ নোটিশে দলের ভাবমূর্তি রক্ষায় নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।