সাবেক সচিব আব্দুল বারীর বিএনপিতে যোগদান

সোমবার (২১ জুলাই) সকালে আব্দুল বারী সচিব( অব:) গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাক্তন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার ঢাকা, বি এন পি এর মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বি এন পি তে যোগদান করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব বিজন কান্তি সরকার, বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর একান্ত সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার ও বিএনপি নেত্রী ব্যারিষ্টার পুতুল উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলার কালাই- ক্ষেতলাল- আক্কেলপুর বাসীর পক্ষ থেকে বি এন পি তে যোগদানের জন্য জনাব আব্দুল বারীকে আন্তরিক অভিনন্দন। তিনি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে চাকুরী শেষে বি এন পিতে যোগদানের মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা তার সহকর্মীরা।
আরও পড়ুন: উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি