ছাত্রদলের সমাবেশে তারেক রহমানের ভাষণ, শাহবাগে গণজমায়েত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি।রোববার (৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হওয়া এ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নিয়েছে। সারা দেশ থেকে আগত ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হয়েছেন শাহবাগে। সবার মাথায় ব্যান্ড এবং হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা।

আরও পড়ুন: দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব

স্লোগানে মুখর শাহবাগ চত্বর—“তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”, “জিয়ার সৈনিক এক হও”, “স্বৈরাচার নিপাত যাক”, “খালেদা জিয়া ভয় নাই”—এমন নানা প্রতিবাদী ও উদ্বুদ্ধকরণ স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ এলাকা।

ছাত্রদল নেতারা জানান, এই সমাবেশের মাধ্যমে তারা এক নতুন রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান। গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে শুরু হয় এই কর্মসূচি।

আরও পড়ুন: তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

ছাত্রদলের দাবি, এই গণজমায়েত গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রতীক হয়ে থাকবে।