হত্যার উদ্দেশ্যে নুরের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে : রিজভী

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৩২ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির এখনো সংশয় রয়েছে। তবে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, তারা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে আরপিও, সীমানা পুনর্নির্ধারণ, প্রবাসীদের ভোটাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান রিজভী।

তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী সরকারের দোসররা আছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। সে বিষয়ে কমিশনের প্রস্তুতি কী, তা আমরা জানতে চেয়েছি।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নুরুল হক নুরকে দেখতে গিয়ে রিজভী অভিযোগ করেন, নুরের ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে চালানো হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। তিনি বলেন, “তার শরীরের আঘাতগুলো সামান্য এদিক-সেদিক হলেই অনিবার্য মৃত্যু ঘটত। এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে।

রিজভী আরও বলেন, “শুক্রবার নুর কোনো সহিংসতায় অংশ নেয়নি। তারপরও কার্যালয়ে ঢুকে তাকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানা উপায়ে বিষদাঁত বসানোর চেষ্টা করছে।”

আরও পড়ুন: অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান: তারেক রহমান

এ সময় তিনি জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, যিনি নির্বাচনের আগে ভারতে গিয়ে অনুমতি ছাড়া কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছিলেন, তিনি কীভাবে বাংলাদেশে রাজনীতি করেন? এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নে গণঅধিকার পরিষদের দাবি অনুযায়ী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।

ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।