সাবেক দুই সংসদ সদস্যসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
সন্ত্রাস দমন আইনের আওতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
গ্রেপ্তার হওয়া দুই সাবেক সংসদ সদস্য হলেন—ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, "সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।"
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলমান রয়েছে।





