৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাত বছর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তিলাওয়াত ও দোয়া প্রার্থনা করেছেন। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি শেরেবাংলানগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলে অংশ নেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল

দলীয় সূত্রে জানা গেছে, সাত বছর পর খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গেলেন। সর্বশেষ ২০১৮ সালে তিনি সেখানে গিয়েছিলেন। বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, মাজার জিয়ারতের ঘটনাটি একেবারেই আচমকা ঘটেছে—এ বিষয়ে আগে থেকে কোনো পরিকল্পনা বা জানানো ছিল না।

একজন কেন্দ্রীয় নেতা বলেন, নিজের স্বামীর মাজার জিয়ারত করায় অস্বাভাবিক কিছু নেই, তবে সময় ও প্রেক্ষাপটের কারণে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অন্য একজন বলেন, মুক্ত হওয়ার পর তিনি মাজারে যাননি, কিন্তু হঠাৎ করে এই সফর আমাদের জন্য বিস্ময়কর। অনেকেই মনে করছেন, এটি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা ও মানসিক তাগিদ থেকেই নেওয়া সিদ্ধান্ত।

আরও পড়ুন: নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ তিনি জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন। বুধবার রাতে তাঁর এই সফরকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।