শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হয়েছে।
আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক দলের মাতবরি থাকবে না: নুর
তিনি আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে গাড়িতে করে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে কিছু নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে।