পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক দলের মাতবরি থাকবে না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার রাজনীতি বন্ধ করতে আমরা সংসদ নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতি চালুর দাবি জানাচ্ছি।”
তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে দল যত শতাংশ ভোট পাবে, সেই অনুপাতে সংসদে আসন পাবে। তখন আর কোনো একক দলের মাতবরি বা ছড়ি ঘোরানো থাকবে না।”
আরও পড়ুন: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।
নুর আরও বলেন, “কিছুদিন আগে আমার ওপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল আমরা ঐক্যবদ্ধ আছি কি না। তারা দেখেছে বিএনপি, জামায়াতসহ সব দল একসঙ্গে ছিল। সেই ঐক্য দেখে ক্ষমতালাভী দলটি পিছু হটেছে।”
আরও পড়ুন: তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ব। প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ বা তিনগুণ করুন, কিন্তু দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি বন্ধ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নুরুল হক নুর বলেন, “শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। শিক্ষকরা আমাদের গুরু, তাদের বেতন সবার ঊর্ধ্বে হওয়া উচিত।”
এ সময় তিনি আরও বলেন, “আগের সেই দিন আর নেই—যেদিন দিনের ভোট রাতে হয়ে যেত। এখন জনগণ জেগে উঠেছে।”
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা জিওপি আহ্বায়ক মা. হাফিজুর রহমান এবং পরিচালনা করেন সদস্য সচিব মা. জাকির হাসন মুন্সী।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে নুরুল হক নুর দশমিনা সদর, ঠাকুর বাজার, আরজবগি ও উলানিয়া বাজারে পথসভায় অংশ নেন।