উপদেষ্টাদের কল রেকর্ড কার কাছে, জনগণ জানতে চায়: রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:১৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উপদেষ্টাদের কল রেকর্ড কার কাছে তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীচরে ‘আমরা বিএনপি পরিবার-এর উদ্যোগে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘সন্তানের মায়া কি বোঝালেন এই বাবা-কিডনি বিক্রি করে চিকিৎসার জন্য বিজ্ঞাপন’- এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৃষ্টিগোচর হয়। এরই ধারাবাহিকতায় রুহুল কবির রিজভী ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় হুমায়রা জাহান হুমাশা’র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের কল রেকর্ড কিভাবে পাওয়া গেল? কারা দিয়েছে? রাষ্ট্রের আর্টিকুলেশন পরিস্থিতি কী? উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্ল্যাকমেইলিং। এই প্রশ্নের উত্তর জনগণকে জানাতে হবে। এগুলো নিয়ে মানুষের মনে অনেক সংশয় সৃষ্টি হয়েছে। কোনোভাবেই যাতে গণতন্ত্রবিনাশী, মানবহত্যাকারী, শিশু হত্যাকারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের হত্যাকারীদের প্রত্যাবর্তনের সুযোগ দেয়া যাবে না। যারা তাদেরকে সুযোগ দেবে জনগণ তাদেরকে ক্ষমা করবে না।

আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে কালোমেঘে ছেয়ে যাবে। তার অনেক নমুনা আমরা দেখতে পাচ্ছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করে। সেই দলের নেতা বললেন, আমাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে। উপদেষ্টারা রাষ্ট্র চালাচ্ছেন, তাদের কল রেকর্ড আপনারা পেলেন কিভাবে? যদি এটা মিথ্যা হয়, তাহলে আপনারা ইসলামের নামে মিথ্যা কথা বলছেন, আর যদি সত্য হয় তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড কারা আপনাদের কাছে দিচ্ছে-এটাতো জনগণ জানতে চায়।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অসহায় মানুষের পাশে ছুটে যাই। বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করেছেন, এমন সংবাদ পেয়ে আমরা সেই পরিবারকে সহায়তা করতে এগিয়ে এসেছি। আমরা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য পাশে থাকব। আমরা বিএনপি পরিবার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রস্তুত।

আরও পড়ুন: জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বাবা হলেন

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।