খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: আমীর খসরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। দলের পক্ষ থেকে তার প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শনিবার (৬ ডিসেম্বর) হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি যে দেশে ফিরবেন তা নিশ্চিত। সময়টা খুব কাছেই।

আরও পড়ুন: খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স

তিনি আরও দাবি করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমানই। গুঞ্জন ছড়ানো হচ্ছে— এমন অভিযোগ তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তিনি দেশে ফিরবেন না— এ ধরনের কথা যারা বলেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এসব প্রচার করছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের নীতি-নির্ধারণী পর্যায়ে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নানা দিক পর্যালোচনা চলছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড