বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর লাউঞ্জের একটি কক্ষে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপের মালা পরিয়ে স্বাগত জানান। পরিবার ও দলের অন্যান্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন।
তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দেশে ফেরার সময় নেওয়া নিরাপত্তা ব্যবস্থার জন্য ধন্যবাদ জানান।
আরও পড়ুন: খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান
তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।





