গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, লড়বেন হাদির আসনে
আলোচিত মডেল ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি দলটির প্রাথমিক সদস্যপদ পূরণ করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই আসন থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল
ঢাকা-৮ আসনটি প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত।
এর আগে মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। গত ১৪ ডিসেম্বর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, “ভারত, পাকিস্তান ও সৌদির দাসত্ব থেকে বের হয়ে বাংলাদেশপন্থি সরকার গড়ে তুলতে হবে। বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতেই আমি ঢাকা-৮ আসন থেকে সংসদে যেতে চাই।” একই সঙ্গে তিনি বিভিন্ন অঙ্গীকার ও প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
উল্লেখ্য, মেঘনা আলম ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে সম্পর্কের দাবি ঘিরে তিনি ব্যাপক আলোচনায় আসেন। মেঘনা আলম ওই রাষ্ট্রদূতকে নিজের ‘স্বামী’ বলে দাবি করেছিলেন।
এ ঘটনায় সাবেক সৌদি রাষ্ট্রদূত মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ তোলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১০ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।





