খালেদা জিয়ার মৃত্যুতে কাঁদলেন ফখরুল ও রিজভী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলনে কাঁদতে দেখা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে দলটির এই দুই শীর্ষ নেতাকে আবেগপ্রবণ অবস্থায় উপস্থিত থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজ আপনাদের সামনে দাঁড়াতে হবে, আমরা কখনো ভাবিনি এমন খবর জানাতে হবে। আমরা আশা করছিলাম, তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এই ক্ষতি অপূরণীয়।”
তিনি আরও বলেন, “যে নেত্রী সারাজীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন, তিনি আজ আমাদের মাঝে নেই। জাতি এই শূন্যতা পূরণ করতে পারবে না।”
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সংকটে শোকে মায়ের মতো ছায়া আমাদের মাথার ওপর থাকে, আজ সেই ছায়া থেকে জাতি বঞ্চিত হলো। তিনি হাসপাতালে, কখনো বাসায় থাকতেন, তাই মনে হতো একজন মা আছেন। তার এই উপস্থিতি আমাদের শক্তি দিত। আজ তা আর নেই, ভাষা খুঁজে পাচ্ছি না।”
শোকসভায় দুই নেতার আবেগপ্রবণ ভাষা বেগম খালেদা জিয়ার প্রতি দলের গভীর সম্মান ও সমবেদনার প্রতিফলন হিসেবে দেখা গেছে।





