খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গিয়ে যা বললেন মামুনুল হক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক। শুক্রবার জুমার নামাজের পর তিনি শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এই সময় মামুনুল হক কবরের দিকে হাত তুলে দোয়া না করার পরামর্শ দেন। তিনি বলেন, “কবরের দিকে হাত তুলে দোয়া করলে মনে হয় যে, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে। এজন্য উলামায়ে কেরাম বলেন, কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করা উচিত। এছাড়া যে কোনো নেক আমল কবরের কাছে বা দূরে বসে করা যায়। সওয়াব পৌঁছানোই হলো মূল বিষয়।”
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
তিনি আরও বলেন, “মৃত্যুর পর মানুষের আর কোনো চাহিদা থাকে না। তাদের চাহিদা একটাই, যে জীবিত আপনজন তাদের জন্য নেক আমল করবে। এটি তাদের জন্য সবচেয়ে বড় উপকার এবং সত্যিকার ভালোবাসা ও ভক্তির প্রমাণ।”
মাওলানা মামুনুল হক কবর জিয়ারতের সময় উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, “যারা এখানে আসছেন, ইসলামের বিধান অনুসারে কবর জিয়ারত করুন। কোরআন ও সুন্নাহর পদ্ধতি অনুসরণ করে আমরা যথাযথভাবে জিয়ারত করব।”
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
তিনি বলেন, “আজ আমরা পবিত্র জুমার দিনে কবর জিয়ারত করেছি। এখানে বাংলাদেশের মানুষের প্রিয়তম ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষা করে কিছু নেক আমল ও সূরা ফাতেহা পাঠ করেছি। আল্লাহ যেন তাদের রুহের জন্য মাগফেরাত দান করুন এবং জান্নাত নসিব করুন। মানুষের ভুল-ত্রুটি আল্লাহ মার্জনা করুন।”





