সিঙ্গাপুরে এসবিএসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৯ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৩ | আপডেট: ৫:৪৮ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৩
(no caption)
(no caption)

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার তামাং জুরং এ অবস্থিত আশেকেরিন মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

ইফতার ও দোয়ায় এসবিএস এর সদস্য, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সিঙ্গাপুরে মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ (মুইস) সহ বিভিন্ন স্তরের প্রায় দু’হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসবিএস এর সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে দোয়া ও ইফতারের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের সচিব আতাউর রহমান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কানেকটিকায় সগৌরবে বৈশাখী উৎসব পালিত

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন এসবিএস এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল করিম।

দোয়া ও ইফতারে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।