প্রথম ধাপে বিশ্ব ইজতেমার ৬ মুসল্লির মৃত্যু
তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হওয়ার কিছু সময় আগে তিনি মারা যান। চলতি বছরের ইজতেমার প্রথম পর্বে এ নিয়ে ছয় মুসল্লির মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তির নাম হাজী আব্দুর গফুর (৭৫)। ভোলার চরফ্যাশন উপজেলায় তার বাড়ি। আখেরি মোনাজত শেষে এ মুসল্লির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে, ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। সকাল ৯টা ১১ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়, যা শেষ হয় সকাল ৯টা ৩৬ মিনিটে। মাওলানা জুবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করেছেন। মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা করা হয় এতে। এছাড়াও মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে।
আরও পড়ুন: টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা ময়দান ত্যাগ করছেন এখন। এরপরই এসব সড়ক আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
আরও পড়ুন: ইসলামে ভূমিকম্প ও করণীয়





