উচ্ছ্বাসে উড়ছেন না আর্সেনাল কোচ

আর্সেনাল তিনে তিন! এমনিতে হয়তো খুব বড় কিছু নয়। টানা তিন জয় তো ধরা দিতেই পারে। কিন্তু আর্সেনালের জন্য এটাই বহু কাঙ্ক্ষিত। গত দেড় যুগে ইংলিশ প্রিমিয়ার লিগে যে এমন শুরু পায়নি তারা! হারানো সুদিন ফেরার আশায় তাই বুঁদ হতে পারেন আর্সেনাল সমর্থকদের অনেকে। তবে মিকেল আর্তেতা এখনই রোমাঞ্চে ডানা মেলে দিচ্ছেন না। আর্সেনাল কোচ মনে করিয়ে দিলেন, মৌসুমের কেবলই শুরু।
বোর্নমাউথকে ৩-০ গোলে উড়িয়ে শনিবার প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয়ের স্বাদ পায় আর্সেনাল। সেই ২০০৪ সালে থিয়েরি অঁরি, রর্বেত পিরেস, পাত্রিক ভিয়েরাদের দলের পর এই প্রথম টানা তিন জয়ে ক্লাবটি শুরু করতে পারল মৌসুম।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
একসময়ের দাপুটে দলটি অনেক দিন ধরেই প্রিমিয়ার লিগে হয়ে আছে অতীতের কঙ্কাল। গত মৌসুমে বাজে সময়ের পর কিছুটা ঘুরে দাঁড়িয়ে তারা শেষ করে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে।
এবার ফলাফলই যে শুধু দুর্দান্ত, তা নয়। এখনও পর্যন্ত দারুণ গোছানো ও নান্দনিক ফুটবল খেলেও নজর কেড়েছে আর্তেতার দল। সব মিলিয়ে আশার উপকরণ আছে অনেক।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
আর্তেতা নিজেও তাতে খুশি। তবে আবেগের জোয়ারে এখনই ভেসে যাওয়ার কিছু দেখছেন না এই স্প্যানিশ কোচ।
তিনি বলেন, মাত্রই তিনটা ম্যাচ গেল, এসব পারফরম্যান্স কোনো কিছুই ফুটিয়ে তোলে না। হ্যাঁ, এইটুকুতে বোঝা যায় যে দল ভালো খেলছে, আমরা তিনটি ম্যাচ জিতেছি, গোল করে চলেছি, নিজেরা গোল হজম করছি না। সামগ্রিকভাবে দল ভালো খেলছে, ভালোভাবে লড়ে যাচ্ছে। তবে পথের এখনও অনেক বাকি।
আর্সেনাল লিগে পরের ম্যাচ খেলবে আগামী শনিবার, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে।