আজ চ্যাম্পিয়নস লিগ শুরুর দিনেই নামছে পিএসজি

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২২

অপেক্ষার প্রহর শেষ হলো বলে! এবার জমজমাট ফুটবল রোমাঞ্চে বুঁদ হয়ে থাকার পালা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে মাঠে গড়াচ্ছে এবারের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন আসর।

চ্যাম্পিয়ন্স লিগে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্ব, চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড, এরপর এপ্রিল ও মে মাসে হবে কোয়ার্টার ও সেমিফাইনাল। ১০ জুন হবে ফাইনাল।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের লড়াইয়ে প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, চেলসি, পিএসজি, জুভেন্টাসসহ বেশ কয়েকটি দল। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ডায়নামো জাগরেবের মুখোমুখি হবে চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড মোকাবেলা করবে কোপেনহেগেনের।

রাত একটায় একসঙ্গে শুরু হবে ৬ ম্যাচ। মুখোমুখি হবে বেনফিকা-মাক্কাবি হাইফা, আরবি জালসবুর্গ-এসি মিলান, সেল্টিক-রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ-শাখতার দোনেৎস্ক।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

আজ সবচেয়ে বড় ম্যাচ পিএসজি আর জুভেন্টাসের। পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ 'এইচ' এর লড়াইয়ে মুখোমুখি হবে প্যারিস আর ইতালিয়ান দুই জায়ান্ট। এছাড়া স্প্যানিশ দল সেভিয়ার মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে সেভিয়ার মাঠ রেমন সানচেজ পিজুয়ানে।