বৃষ্টিতে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে কোন দল হবে চ্যাম্পিয়ন?

বৃষ্টির কারণে গত রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারেনি। গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল লড়াই বৃষ্টির কারণে ভেস্তে গেছে।
বৃষ্টি থামলে নিয়ম অনুযায়ী, উভয় দল অন্তত ৫ ওভারের জন্য লড়াইয়ে মাঠে নামতো। কিন্তু তা আর সম্ভব হয়নি। বৃষ্টির জোর এতটাই বেশি ছিল। অতিরিক্ত দিন (রিজার্ভ ডে) সোমবার গুজরাট টাইটান্স টানা দ্বিতীয়বারের জন্য অপরদিকে চেন্নাই সুপার কিংস পঞ্চম শিরোপার জন্য ফাইনালে নামবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের মধ্যে ফাইনাল।
চেন্নাইয়ের মাহেন্দ্র সিং ধোনির সম্ভবত নিজের শেষ আইপিএল ম্যাচ খেলবেন আর গুজরাটের হার্দিক পান্ডিয়া সবসময়ই ধোনিকে আদর্শ মানেন। ম্যাচের পূর্বে আলোচনায় আছেন দুই অধিনায়কই।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
আহমেদাবাদে সোমবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। ক্রিকবাজ বলছে, আহমেদাবাদে এমনিতে সকাল থেকে ঝলমলে রোদ থাকলেও বিকাল ও সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না।
যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তেও আইপিএল-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হতে না পারলে অথবা উভয়পক্ষ অন্তত পাঁচ ওভার করে খেলতে না পারলে চ্যাম্পিয়ন তবে হবে হার্ডিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।
যেহেতু গ্রুপ পর্বে চেন্নাই জিতেছিল ৮ ম্যাচে আপর দিকে গুজরাট জিতেছিল ১০ ম্যাচে সেই হিসেবে বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ালে পয়েন্টের হিসেবে গত বছরের চ্যাম্পিয়ন গুজরাটই হবে আইপিএল-২০২৩ চ্যাম্পিয়ন।