পিএসজি এমবাপ্পেকে সময় দিল মাত্র ২৬ দিন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৩ | আপডেট: ৭:১৯ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৩
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

অনেক বুঝিয়েও কিলিয়ান এমবাপ্পের অভিমান ভাঙাতে পারেনি পিএসজি। তাই আরও হার্ডলাইনে হেঁটেছে তারা। চুক্তি নবায়ন করার জন্য সময়ও বেঁধে দিয়েছে ক্লাবটি। 

এই জুলাইয়ের মধ্যে যদি এমবাপ্পে নতুন চুক্তিতে সই না করেন, তাহলে তাঁকে গ্রীষ্মের দল বদলে অবশ্যই বেচে দেবে পিএসজি। যেমনটা জানিয়েছে ফরাসি দৈনিক এল ইকুয়েপে। সেক্ষেত্রে আজ থেকে গুনে গুনে ২৬ দিন সময় পাবেন কিলিয়ান।

আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

মূলত সমস্যাটা বাধে কিলিয়ানের একটা মেইলের পর। সর্বশেষ যে চুক্তি হয়েছে দুইপক্ষের, সেখানে এক বছর বাড়ানোর অপশন ছিল। কিন্তু কিলিয়ান সেই অপশনের বৃত্তটা ভরাট করেননি। উল্টো মেইল করে জানিয়ে দেন, তিনি আর চুক্তি নবায়ন করবেন না। 

এরপরই রিয়াল মাদ্রিদ দল বদলের মাঠে নামে। আরেক দফায় ফরাসি তারকাকে আনতে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু সেই পথেও বাদ সাধে আরেকটা ক্লজ। কিলিয়ান চাচ্ছেন ২০২৪ সালের জুনের পর ক্লাব ছাড়তে। সেটা হলে বোনাসের বড় একটা অর্থ তিনি পিএসজির কাছ থেকে পাবেন। 

আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা

পিএসজি এটা মানছে না। তারা চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই তাঁকে বেচতে চায়। কারণ, ২০২৪ সালের জুনের পর এমবাপ্পে হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তখন যে কোন ক্লাব তাঁকে ফি ছাড়া কিনতে পারবে। এমবাপ্পে থাকবেন নাকি যাবেন তা নিশ্চিত হয়ে নতুন প্রজেক্ট শুরু করতে চায় পিএসজি।