রিয়ালের দুর্দান্ত জয়, ৭ নম্বর জার্সিতে উজ্জ্বল ভিনিসিয়াস

রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ৭ নাম্বার জার্সি প্রথমবারের মতো গায়ে চাপিয়েই দলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। আর তার গোলেই রিয়াল পেল দুর্দান্ত এক জয়।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পেছনে থেকে লা লিগা শেষ করতে হয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার কাছে নাস্তানাবুদ হয় লস ব্লাঙ্কোসরা। গত মৌসুমে রিয়ালের একমাত্র অর্জন বলতে ৯ বছর পর জেতা কোপা ডেল রে শিরোপা।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ কেমন করবে, তা সময়ই বলে দেবে। তবে আসন্ন মৌসুমের জন্য রিয়ালের প্রস্তুতিটা ভালোভাবেই শুরু হয়েছে। রবিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রোজ বোল স্টেডিয়ামে প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচে এসি মিলানের মুখোমুখি হয় স্প্যানিশ ক্লাবটি। প্রথমে ০-২ গোলে পিছিয়ে পড়লেও দারুণভাবে ফিরে এসে ৩-২ গোলের জয় তুলে নেয় কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।
ম্যাচের ২৭ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে এগিয়ে যায় এসি মিলান। ক্রিস্টিয়ান পুলিসিচের নেওয়া কর্নার থেকে বলে মাথা ছুঁইয়ে দলকে লিড এনে দেন ফিকায়ো তোমোরি। মধ্যবিরতির মিনিট তিনেক আগে ব্যবধান দ্বিগুণ করে ইতালিয়ান ক্লাবটি। বদলি হিসেবে মাঠে নেমে আড়াআড়ি শটে বল জালে পাঠিয়ে দলকে দ্বিতীয় গোল এনে দেন লুকা রোমেরো।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
০-২ গোলে পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদ হাল ছেড়ে দেয়নি। মধ্যবিরতির পরপরই একাধারে ৮টি পরিবর্তন আনেন। রদ্রিগো, লুকা মডরিচ, অরেলিয়েন শুয়ামেনি, টনি ক্রুস, ফ্রান্সিস্কো গার্সিয়া, দানি কার্ভাহাল, ডেভিড আলাবা, আন্টোনিও রুডিগারের সঙ্গে প্রথমবারের মতো ৭ নাম্বার জার্সি গায়ে চাপিয়ে ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামতেই খেলার গতিপথ পাল্টে যায়।
দারুণ এক প্রতি আক্রমণ থেকে গোল করে ব্যবধান কমান ফেদেরিকো ভালভার্দে। মিনিট তিনেক পর নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে সমতায় ফেরান এ উরুগুইয়ান মিডফিল্ডার। ৮৪ মিনিটে রিয়ালকে জয়সূচক গোল এনে দেন ভিনিসিয়াস। মডরিচের বাড়ানো থ্রু থেকে বল পেয়ে নিচু কোনাকুনি শটে মিলানের জালে বল জড়াতে কোনো ভুল করেননি তরুণ এ ব্রাজিলিয়ান উইঙ্গার।
এসি মিলানের সঙ্গে ম্যাচের পর আগামী ২৬ জুলাই টেক্সাসে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। পরে ২৯ জুলাই ডালাসে বার্সেলোনার মোকাবিলা করবে লস ব্লাঙ্কোসরা। স্পেনের ফেরার আগে ফ্লোরিডার অরলান্ডোতে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে স্প্যানিশ পরাশক্তিরা।