বিসিবির প্রথম নারী পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে নানা কৌতূহল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫২ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী পরিচালক নিযুক্ত হয়েছেন। দেশের খ্যাতনামা ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হয়েছেন বিসিবির প্রথম নারী পরিচালক, যা দেশের ক্রিকেট প্রশাসনে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করা হয়। অভিযোগ ছিল, তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্টতা গোপন করেছিলেন। ফলে তাকে বোর্ড কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। তার পরিবর্তে এনএসসি রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

রুবাবা দৌলা বাংলাদেশের কর্পোরেট ও ক্রীড়াঙ্গনে এক সুপরিচিত নাম। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল-এর উচ্চপদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। খেলাধুলার সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক সাক্ষাৎকারে বলেন, “বিসিবির গঠনতন্ত্রে লিঙ্গ বৈষম্য দূর করা সময়ের দাবি। বিশ্ব ক্রিকেটের নিয়ম-কানুন প্রতিনিয়ত বদলাচ্ছে, কিন্তু আমাদের বোর্ডের কাঠামো এখনও অনেকটা পুরনো। তাই এই নতুন বোর্ডে নারী সদস্য অন্তর্ভুক্তি আমাদের অন্যতম প্রধান উদ্যোগ।”

তিনি আরও বলেন, “রুবাবা দৌলার অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেশের ক্রিকেট প্রশাসনে এক নতুন মাত্রা যোগ করবে।”

রুবাবা দৌলার বিসিবিতে যোগদান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু নারী ক্ষমতায়নের প্রতীকই নয়, বরং বোর্ডের আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের প্রতিও এক শক্ত বার্তা।