ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে বিশ্বকাপে

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে পারে। এর ফলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পুরো সূচিতে প্রভাব ফেলতে পারে। সূচি পরিবর্তন করতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে আইসিসির দারস্থ হয়েছে।
বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ রাখা হয়েছে আহমেদাবাদে। আইসিসির দেওয়া সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর দুই দল হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে। কিন্তু ম্যাচটি বিসিসিআই একদিন এগিয়ে ১৪ অক্টোবর করার সুপারিশ করেছে।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
নিরাপত্তাজনিত কারণে এই সুপারিশ করা হয়েছে। ১৫ অক্টোবর হিন্দু ধর্মের অনুষ্ঠান ‘নবরাত্রী’ উদযাপিত হবে। যে কারণে স্থানীয় পুলিশ বিসিসিআই-কে ম্যাচের সূচি পরিবর্তনের অনুরোধ করেছে। তারা জানিয়েছে, ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হলে নিরাপত্তা ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে।
সংবাদ মাধ্যম ক্রিকইনফো এই সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। তবে বিসিসিআই-এর সুপারিশে আইসিসি এখন সাড়া দেয়নি। বিসিসিআই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ২৭ জুলাই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ পাওয়া রাজ্যগুলোর সঙ্গে বৈঠক করবে। এরপর সূচি পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
ভারত-পাকিস্তান ম্যাচটি ১৪ অক্টোবর নিয়ে আসলে তা অন্য সূচির ওপর এবং সম্প্রচার সত্ব পাওয়া প্রতিষ্ঠানের ওপর প্রভাব ফেলবে। কারণ ১৪ অক্টোবর সূচিতে দুটি ম্যাচ রাখা হয়েছে। একটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। সম্প্রচার মাধ্যমের কাছে যে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান।
ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এগিয়ে আনলে তাই ১৪ অক্টোবরের অন্য সূচিতেও পরিবর্তন আনতে হতে পারে। ওদিকে ১২ অক্টোবর পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ আছে। ম্যাচটি ১৪ তারিখে আনলে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তান মাত্র একদিনের বিরতি পাবে। এই বিষয়টিও না মানতে পারে পাকিস্তান বোর্ড। সব মিলিয়ে বিশ্বকাপের সূচি নিয়ে নতুন ঝামেলার সৃষ্টি হতে যাচ্ছে বলাই যায়।