মায়ামি জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

বিরতির পর ইন্টার মায়ামিতে ফিরেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে টরন্টো এফসির বিপক্ষে নিজের দল জিতলেও চোট পেয়ে লিটল ম্যাজিশিয়ান মেসিকে মাঠ ছাড়তে হয়েছে। তবে আর্জেন্টাইন এই তারকার চোট ভোগাতে পারে ক্লাবকে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে টরন্টো এফসিকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট টেইলর। একটি করে গোল করেন ফাকুন্ডো ফারিয়াস ও বেঞ্জামিন ক্রেমাসচি। এই জয়ে পয়েন্ট তালিকায় আরো এক ধাপ উপরে উঠল দলটি।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
ম্যাচের ৩৮তম মিনিটে পায়ের চোটে মাঠ ছাড়তে হয় মেসিকে। এর আগে ৩৩ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন ক্লাবটির আরেক তারকা জর্দি আলবাও। এই দুই তারকা ছাড়াই মায়ামি এগিয়ে যায় প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে। গোলটি করেন ফাকুন্ডো ফারিয়াস।
বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে মায়ামির ব্যবধান দ্বিগুণ রবার্ট টেইলর। ৭৩তম মিনিটে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন বেঞ্জামিন ক্রেমাসচি। ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করেন টেইলর।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
এ জয়ে ইন্টার মায়ামি প্লে-অফের লড়াইয়ে টিকে রইল। মেসি যোগ দেওয়ার সময় এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তলানিতে (১৫ নম্বর) ছিল মায়ামি। আজকের জয়ের ফলে ১৩তম স্থানে চলে এসেছে দলটি। প্লে-অফে খেলতে হলে অন্তত ৯ নম্বরে থাকতে হবে মায়ামির।