ওয়ানডে বিশ্বকাপ: পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যেসব রেকর্ড হল

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৩ | আপডেট: ১০:১২ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ ইতোমধ্যে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ডের সাক্ষী হয়েছে।
টুর্নামেন্টের অষ্টম ম্যাচে মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দ্রাবাদের রাজিব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। উপমহাদেশের দুই পরাশক্তি পাকিস্তান-শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচটিতে যে যে রেকর্ড হয়েছে দেখে নেওয়া যাক-
সর্বোচ্চ রান তাড়া
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ওয়ানডে বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এত রান সফলভাবে তাড়া করার নজির ছিল না। তবে ৩৭ রানে ২ উইকেট হারিয়েও দশ বল হাতে রেখেই পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে যায়। ৬ উইকেটের অবিস্মরণীয় এক জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে পাকিস্তান।
এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরি
পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি চারটি সেঞ্চুরির সাক্ষী হয়েছে। শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেছিলেন কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। পাকিস্তানের হয়ে সেঞ্চুরি এসেছে আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। রেকর্ডটির মাহাত্ম্য বোঝা যাবে আরেকটি তথ্যে- ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আর মাত্র দুটি ম্যাচে চারটি সেঞ্চুরি হয়েছিল।
শ্রীলঙ্কার পক্ষে দ্রুততম সেঞ্চুরি
পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে যে চারটি সেঞ্চুরি হয়েছে, তার প্রথমটি আসে কুশাল মেন্ডিসের ব্যাট থেকে। মাত্র ৬৫ বলে শতক হাঁকানোর মাধ্যমে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কানদের পক্ষে দ্রুততম সেঞ্চুরি্র রেকর্ড গড়েন। আউট হওয়ার আগে ১৪টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে এ লঙ্কান ব্যাটার ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
পাকিস্তানের পক্ষে বিশ্বকাপ অভিষেকে সর্বোচ্চ রান
শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার মাধ্যমে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে অভিষেক হয় আব্দুল্লাহ শফিকের। পাহাড়সম রান তাড়ায় ওপেনিংয়ে নেমে চাপের মুখে ১০৩ বলে ১১৩ রানের ইনিংস খেলে নিজের বিশ্বকাপ অভিষেকটা স্মরণীয় করে রাখেন এ ডানহাতি ব্যাটার। ১৪টি চার ও ছয়টি ছক্কায় সাজানো ইনিংসটির মাধ্যমে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ও প্রথম সেঞ্চুরি করা ব্যক্তি হন শফিক।
বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি
৩৪৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ রানের মাথায় ইমাম উল হক আর অধিনায়ক বাবর আজমকে হারিয়েছিল পাকিস্তান। এরপর তৃতীয় উইকেটে ১৭৬ রান যোগ করেন সেঞ্চুরি তুলে নেওয়া দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এর মাধ্যমে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের হয়ে তারা তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন।