দোহায় বসুন্ধরা কিংসের হয়ে সম্ভাব্য অভিষেক কিউবা মিচেলের

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০২ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল বসুন্ধরা কিংসের হয়ে মঙ্গলবার (১২ আগস্ট) অভিষেক হতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের। কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার আল আলকারামাহর বিপক্ষে মাঠে নামবে কিংস। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই ১৯ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার প্রথমবারের মতো কিংসের জার্সিতে মাঠে নামবেন।

গত মাসের শেষ দিকে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দল থেকে কিউবাকে দলে ভেড়ায় বসুন্ধরা কিংস। ১০ আগস্ট সকালে ইংল্যান্ড থেকে দোহায় পৌঁছেই রাতের অনুশীলনে যোগ দেন তিনি।

আরও পড়ুন: পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে তিনি বাংলাদেশে ফিরে কিংসের হয়ে প্রিমিয়ার লিগে খেলবেন। একই সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দলের জন্যও বিবেচনায় রয়েছেন এই তরুণ মিডফিল্ডার।

প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশের হয়ে বসুন্ধরা কিংস ছাড়াও খেলছে আবাহনী লিমিটেড। একই দিনে ঢাকায় কিরগিজস্তানের মোরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ছয়বারের প্রিমিয়ার লিগ জয়ীরা। বিকেল ৫টায় শুরু হবে আবাহনীর ম্যাচ, আর কিংসের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

আরও পড়ুন: ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা