ইউরো বাছাই

পর্তুগালের বড় জয়ে রোনালদোর জোড়া গোল

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরো বাছাইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। আর এই জয়ে জোড়া গোল করেন সিআরসেভেন। দুদিন আগেও ইউরো বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের রাতেও জোড়া গোল করেছিলেন পর্তুগিজ কিংবদন্তি। ইউরো বাছাইপর্বে এবার পরপর দুই ম্যাচে করলেন জোড়া গোল।

নিজেদের মাঠে পঞ্চম মিনিটেই পিছিয়ে যায় বসনিয়া। পেনাল্টি থেকে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ২৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেস, ৩২ মিনিটে জোয়াল ক্যানসেলো এবং ৪১ মিনিটে জোয়াও ফেলিক্স জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের। যদিও দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখাই পায়নি তারা।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

আট ম্যাচের সবক'টিতে জিতে 'জে' গ্রুপের শীর্ষে পর্তুগাল। ইউরোর মূলপর্বের টিকিট আগেই কেটে রেখেছে তারা। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। আর ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বসনিয়ার।