টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপ ক্রিকেটে টানা দুই হারের পর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ আজ আফগানিস্তান। এমন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম।
মোহাম্মদ নওয়াজ জ্বরে আক্রান্ত হওয়ার কারণে বাদ পড়ায় শাদাব খান ফিরেছেন পাকিস্তানের একাদশে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদীও জানিয়েছেন, টস জিতলে ব্যাটিং নিতেন। কিন্তু বল হাতে নিয়ে তাদের এখন আড়াইশ রানে আটকে দেওয়ার লক্ষ্য। চেন্নাইয়ের পিচ স্পিন বান্ধব হওয়ায় আফগান দলে ফারুকির জায়গায় এসেছেন আরেক স্পিনার নুর আহমেদ।
আরও পড়ুন: কাঠমান্ডুতে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা
দুই দলের সবশেষ ৫ ম্যাচের লড়াইয়ে এগিয়ে আছে পাকিস্তান। যেখানে ৫টিতেই জিতেছে পাকিস্তান। চলতি বিশ্বকাপে দলটি এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২টি জয় ও ২টি হার নিয়ে টেবিলের পাঁচে রয়েছে তারা। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে আফগানিস্তান রয়েছে দশে।
দুই দল সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছে ৭বার। তাতে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি আফগান বাহিনী। তবে এবার বিশ্বকাপে দলটি সেই জয় খরা কাটাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: যে রেকর্ডে বাংলাদেশকে ছাড়িয়ে গেল উগান্ডা
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী(অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও নুর আহমদ।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।