এবার সবার ব্যাটেই রান, টাইগারদের সংগ্রহ ৩০৬

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৩ | আপডেট: ৪:১৫ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ব্যাটার রান পেল। নাজমুল হাসান শান্তরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সংগ্রহ করেছে ৩০৬ রান। প্যাট কামিন্সের দলকে ৩০৭ রানের টার্গেট দিল টাইগারকে।

শনিবার (১১ নভেম্বর) পুনেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন তাওহীদ হৃদয়। সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্বে থাকা নাজমুল হাসান শান্ত করেছেন ৪৫ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ বলে করেন ৩২ রান।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

ওপেনিং জুটিতে তানজিদ তামিম ও লিটন দাস ৭৬ রান করেন। দুজনই ফেরেন ব্যক্তিগত ৩৬ রান করে। মেহেদি হাসান মিরাজ ২০ বলে ২৯ ও মুশফিকুর রহিম ২৪ বলে ২১ রান করেন। অতিরিক্ত খাত থেকে বাংলাদেশের স্কোরে যোগ হয় ২৪ রান।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় ২টি এবং শ্যেন অ্যাবোট ৬১ রানে ২টি উইকেট নেন। মার্কাস স্টোইনিস একটি উইকেট নেন। যে ৩জন রান আউটের শিকার হন তারা হলেন শান্ত, মাহমুদউল্লাহ ও নাসুম আহমেদ।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ